সুনীল ছেত্রী এই নামটাই যেন ভারতীয় ফুটবলের সাথে অনবদ্যভাবে যুক্ত, ভারতীয় ফুটবল মহল ও সমর্থকরা তাঁকে ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড বলেই ডাকে। কখনও দেশের সবথেকে ভালো ফুটবলার, আবার কখনো অর্জুন পুরস্কার পেয়েছেন সুনীল ছেত্রী । কিন্তু আজ আরও এক সেরা উপহার পেলেন তিনি ফিফার তরফ থেকে। ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীকে নিয়ে আস্ত একটি তিন পর্বের তথ্যচিত্র বানিয়ে ফেলেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। যা কি না এখন ফিফার নিজস্ব ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। ভারত বিশ্ব ফুটবলে তথাকথিত সাফল্য অর্জন না করতে পারলেও কি করে দিনের পর দিন গোল করে বিশ্ব ফুটবল তারকাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে তা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ফিফা। আই তথ্যচিত্রে ফিফা মেসি-রোনাল্ডোর সাথে একই আসনে বসিয়েছে সুনীল ছেত্রীকে।
এরপরই শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন ভারত অধিনায়ক । দেশের প্রধানমন্ত্রী খোদ টুইট করেছেন,”অনবদ্য সুনীল ছেত্রী। তোমার এই সাফল্য ভারতীয় ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলবে”।