পারিবারিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা দায়ের, পাল্টা জবাব মমতার । এম ভারত নিউজ

Mbharatuser

২০১১ সালের আগে মমতা অত্যন্ত গরিব ছিলেন কিন্তু ২০১১ সালের পর মমতার পরিবারের সম্পত্তি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

0 0
Read Time:1 Minute, 50 Second

তৃণমূলের নেতাদের সম্পত্তি কি করে এত তাড়াতাড়ি বৃদ্ধি পেল তা নিয়ে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয় সোমবার।

হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেছেন অরিজিৎ মজুমদার নামের এক ব্যক্তি। তাঁর দাবি, ২০১১ সালের আগে মমতা অত্যন্ত গরিব ছিলেন কিন্তু ২০১১ সালের পর মমতার পরিবারের সম্পত্তি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও অরিজিৎ মজুমদারের হয়ে আদালতে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। আর আজ সোমবার টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মেয়ো রোডে এই মামলার বিরুদ্ধে সরব হন মমতা । তিনি এই অভিযোগের বিরুদ্দেহ পালটা সরব হয়ে বলেন, ‘আমার পরিবারে এখন কেউ একসাথে থাকে না সবাই আলাদা আলাদা থাকে। তাদের পরবর্তী প্রজন্ম এসেছে, তারা চাকরি-বাকরি করে, নিজের নিজের ঘর বানিয়েছে, আমার সব ডকুমেন্ট আছে’। তিনি নিজের আয়ের উৎস হিসাবে বলেন- ‘আমি মুখ্যমন্ত্রী হয়েও সরকারের থেকে একটা টাকা নিই না, বই লিখে নিজের খরচ চালাই’। তিনি আরও বলেন, ‘দরকার পড়লে আমার নামে ইন্টারন্যাশনাল আদালতে মামলা করুক’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপি করায় হুমকি, ফেসবুুক লাইভে আত্মঘাতী যুবক । এম ভারত নিউজ

সোমবার সকালে অভিষেক চৌধুরীর ঝুলন্ত দেহ তার পরিবার উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

You May Like

Subscribe US Now

error: Content Protected