
রাজ্যজুড়ে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যখন বিরোধীরা কটাক্ষ করছেন। ঠিক সেসময় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে দাবি করলেন পূর্ব মেদিনীপুর কাঁথি ধনদিঘির বাসিন্দা শেখ রাজেশ। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে উপকৃত হয়েছেন হৃদরোগে আক্রান্ত তাঁর মা। তাঁর কথায়, ২০ জানুয়ারি মা এনার বিবি অসুস্থ হলে দারুয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন মহিলা। সেইমত কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে।

দরিদ্র পরিবারে কীভাবে চিকিৎসার খরচ চালাবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েন শেখ রাজেশ। তখনই মাথায় আসে স্বাস্থ্যসাথী কার্ডের কথা। একইসঙ্গে বাড়ির কিছু গয়না বন্ধক দিয়ে পাওয়া কিছু টাকার ও স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বাইপাসের মুকুন্দুপুরে একটি বেসরকারি হাসপাতালে মাকে ভর্তি করেন তিনি। সেখানেই চিকিৎসা চলাকালীন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা হয় তাঁর মায়ের।
এরপরই সাধারণ মানুষকে স্বাস্থ্য সাথীকার্ডের প্রতি ভরসা রাখার আহ্বান করে তিনি বলেন, যেভাবে বিরোধীরা এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত সৃষ্টি করলেও সাধারণ মানুষকে বলব এই কার্ডের মাধ্যমে উপকৃত হবেন সাধারণ মানুষ।