ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ।পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়রের রাজনৈতিক রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছিল। ফলে তৃণমূলেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরবর্তীতে ,তৃণমূলেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে চলছে পালাবদলের মরশুম। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে এবার তৃণমূল ত্যাগ করলেন জিতেন্দ্র তিওয়ারিও।

গত ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে বাবুল সুপ্রিয়র বিরোধিতায় তা ভেস্তে যায়। মঙ্গলবার অবশেষে বিজেপিতে যোগদান করলেন তিনি। জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন সাংসদ বাবুল সুপ্রিয়। আসানসোলেরশুভেন্দু অধিকারী ও সুনীল মণ্ডলের মতো নাম গেরুয়া শিবিরে শামিল হলেও জিতেন্দ্র নামে আপত্তি ছিল বিজেপি নেতাদের একটা বড় অংশের।