সোনিয়াকে চিঠি দিয়ে অবশেষে কংগ্রেস থেকে বিদায় নিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। দীর্ঘদিন ধরেই, জল্পনা চলছিল সুস্মিতা দেবের দলত্যাগ নিয়ে। আর এবার সমস্ত জল্পনাতে সত্যি প্রমাণ করে দিয়ে, কংগ্রেস ছাড়লেন প্রখ্যাত রাজনীতিবিদ মোহন দেবের কন্যা সুস্মিতা। বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এ জয়লাভের পর, বর্তমানে ত্রিপুরা ও অন্যান্য রাজ্যে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তৃণমূল। শুধু তাই নয় পাশাপাশি আসামকেও নিজের হাতের মুঠোয় আনতে চাইছে তৃণমূল। আর সেই পরিস্থিতিতে সুস্মিতা দেবের দলত্যাগ রীতিমত চিন্তায় ফেলল কংগ্রেসকে। তাঁর দল ত্যাগের পরই বেশ কয়েকটি প্রশ্ন ঘিরে ধরেছে তাঁকে। তাহলে কি আগামী পদক্ষেপ তৃণমূলের উদ্দেশ্যেই? নাকি দলত্যাগের মূল কারণই তৃণমূল?
ইতিমধ্যেই সোনিয়াকে চিঠি দিয়েছেন সুস্মিতা দেব। দলত্যাগের চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার দেওয়া এই চিঠিটি দলের প্রাথমিক সদস্যপদ থেকে আমার ইস্তফাপত্র হিসেবে গ্রহণ করার জন্য আবেদন জানাই। দীর্ঘ তিন দশক ধরে আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছি। দলকে, দলের সমস্ত নেতাদের, কর্মীদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সারা জীবন মনে রাখার মত যাত্রা উপহার দেওয়ার জন্য। শুধু তাই নয় ম্যাডাম,আমি একান্ত ব্যক্তিগতবাবে আপনাকেও ধন্যবাদ দিতে চাই, আপনার পরামর্শ ও আমাকে সুযোগ দেওয়ার জন্য। তবে আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করে যেতে আমি নতুন পর্ব শুরু করতে চলেছি।’