বাংলায় অবশেষে স্বস্তির প্রথম কালবৈশাখী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 19 Second

গরমে কাহিল বাংলায় অবশেষে স্বস্তির বৃষ্টি। তীব্র দাবদাহের পর প্রথম কালবৈশাখীর সাক্ষী হল কলকাতা সহ বেশকিছু শহর। আজকের সন্ধ্যায় বীরভূম, বর্ধমান, কলকাতা-সহ একাধিক জায়গায় কালবৈশাখী আছড়ে পড়ল। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। শুধু তাই নয় পাশাপাশি কয়েকটি জায়গা থেকে শিলাবৃষ্টিরও খবর মিলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বইতে থাকে ঝড়। ঝড়ের গতিবেগ ৪০-৫০ কিলোমিটারও ছুঁয়ে ফেলে। এদিকে তপ্ত দিনের শেষে রবিবার সন্ধ্যার পর কলকাতা শহরে ঝড়-বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝড় হয়েছে।রবিবার দুপুরের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি হয়। পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টি হয়। ঝাড়গ্রামেও বৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন রাজ্যের বিভিন্ন জেলায় প্রথম থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর।বৃষ্টির পূর্বাভাস জারি করা হয় মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়ায় । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছিল, দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। গ্রীষ্মের এই প্রখর তাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল মানুষ তাই আলিপুর আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে বেশ কিছুটা খুশি হলেও বৃষ্টির রেস সেভাবে বোঝা গেল না শহর কলকাতায় তাই গরম কমার তুলনায় বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড়োসড়ো ফেরি দুর্ঘটনার মুখে বাংলাদেশ । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় সংক্রমনের ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব। তাই আগেভাগেই সংক্রমণের ঝুঁকি এড়াতে লকডাউন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে হঠাৎ করে এরকম লকডাউন ঘোষণা করায় চিন্তার মুখে পড়েছিলেন বহু মানুষ। তাই তাড়াহুড়ো করে বাড়ি ফেরার পথেই ঝড়ের মুখে পড়তে হয় অনেককেই। বিশেষত সোমবার থেকে শুরু হচ্ছে সাত দিনের টানা […]

Subscribe US Now

error: Content Protected