দেশের এই করোনা আবহের মধ্যে ভ্যাকসিনের আকাল রাজ্যজুড়ে। ভ্যাক্সিন নিয়ে দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে কলকাতা থেকে জেলা, সর্বত্রই। ভ্যাক্সিনের অভাবে টিকা করণ বন্ধও করতে হচ্ছে কোথাও কোথাও। এহেন পরিস্থিতিতে খানিক আশার আলো দেখিয়ে রবিবার সকালে রাজ্যে এসে পৌঁছালো ১লক্ষ কোভ্যাক্সিন।
সম্প্রতি রাজ্য সরকার কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এই দুই ধরণের টিকাই অর্ডার দিয়েছিল। যারপরই এদিন রাজ্যে এসে পৌঁছালো ১ লক্ষ কোভ্যাক্সিন। সকালে ভ্যাক্সিন বিমানবন্দরে এসে পৌঁছানোর পর সেগুলিকে নিয়ে যাওয়া হয় বাগবাজারে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। এর আগেও কেন্দ্রের পাঠানো ৫ লক্ষ ডোজ ভ্যাক্সিন এসেছে রাজ্যে। ৫ মে রাজ্যে আসে ১ লক্ষ কোভ্যাক্সিন। একই দিনে এসে পৌঁছায় আরও ৪ লক্ষ ডোজ কোভিশিল্ড। এরই চারদিন পর আজ আবার এসে পৌঁছালো ১লক্ষ কোভ্যাক্সিন।
সারা দেশে ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনার সংক্রমণ। আক্রান্তের সংখ্যা লাগামহীন। রাজ্যেও দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কাছাকাছি। এই অবস্থায় ভ্যাকসিনেশনই রোগমুক্তির অন্যতম হাতিয়ার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।কিন্তু সেই ভ্যাকসিন পেতেই রীতিমতো কালঘাম ছুটছে মানুষের। দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ভ্যাকসিনের আকাল অব্যাহত। সরকারি হাসপাতালে প্রথম ডোজ পাওয়া যাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলিতে ভ্যাকসিনেশন বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।