অগ্নিপথ বিতর্কে সেনা কর্তার মন্তব্য, জানুন । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:3 Minute, 6 Second

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্প ঘোষণা করার পর থেকেই সারা দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। বিক্ষোভ আন্দোলনের ফলে শুধুমাত্র রেলের ক্ষতি হয় প্রায় 200 কোটি টাকার সম্পত্তি। এরই মধ্যে রবিবার এই বিষয় নিয়ে দেশের তিন সেনা প্রধানের সাথে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠক শেষে সেনার তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় এই প্রকল্পের লক্ষ্য হলো নতুন ভাবে বেশি সম্ভব ভারতীয়কে সেনায় সুযোগ করে দেওয়া এবং এও জানানো হয় এই প্রকল্প কোন ভাবেই প্রত্যাহার করা হবে না। বিক্ষোভ আন্দোলনকারীদের শান্ত করার জন্য অগ্নিপথ প্রকল্পে নানান সুবিধার কথা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়। লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী জানান “সেনার চাকরিকে বেতনের সাথে মূল্যায়ন করা যায় না, সেনার চাকরি হলো আবেগ”। লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী জানান প্রথম দফায় ডিসেম্বরের মধ্যে 25000 অগ্নিবীরকে ভারতীয় সেনায় যুক্ত করানো হবে , দ্বিতীয় দফায় 2023 সালের ফেব্রুয়ারি মাসে প্রায় 40000 অগ্নিবীরকে ভারতীয় সেনায় যুক্ত করা হবে। অগ্নিবীর প্রকল্পে শুধুমাত্র পুরুষদের নয় মহিলাদেরকেও যুক্ত করা হবে। অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী জানান ২১ নভেম্বর থেকে নৌসেনায় প্রথম ব্যাচের অগ্নিবীরদের প্রশিক্ষণ শুরু হবে। অগ্নিবীর প্রকল্পে অগ্নিবীর বেতন 4,5 বছরের মধ্যে 50 থেকে 60 হাজারের কাছাকাছি যাবে। অন্যান্য সেনারা যেরকম ভাতা পান একই রকম ভাতা অগ্নিবীররাও পাবেন। কোন অগ্নিবীর শহীদ হলে তার পরিবারকে এক কোটি টাকা অনুদান দেওয়া হবে। এই প্রকল্প ঘোষণা হওয়ার পর যে সকল আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা ট্রেনে বাসে আগুন লাগিয়ে দেশকে বদনাম করার চেষ্টা করেছে তাদের আর কোনও ভাবে সেনায় যোগদান করানো হবে না। সেই জন্য এরপর থেকে সেনায় যোগ দিতে গেলে সেনায় আবেদনকারী এই আন্দোলনে যুক্ত ছিল কিনা তা পুলিশ দ্বারা যাচাই অপরিহার্য করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কি এই অগ্নিপথ প্রকল্প ? জেনে নিন । এম ভারত নিউজ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্প ঘোষণা করার পর থেকেই সারা দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। কিন্তু কি এই অগ্নিপথ প্রকল্প যা নিয়ে এত আন্দোলন, জেনে নেওয়া যাক এক ঝলকে। সেনাবাহিনীর তিন বিভাগে প্রত্যেক বছর 45 হাজার তরুণ, তরুণীকে চার বছরের জন্য নিয়োগ করা হবে। চার বছর পর এদের মধ্যে 25 […]

Subscribe US Now

error: Content Protected