অষ্টম দফায় সকাল দশটা অবধি মোট কত শতাংশ ভোট পড়ল জেনে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 26 Second

অষ্টম দফায় সকাল দশটা অবধি মোট ভোট পড়েছে১৬.০৪ শতাংশ।আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে অষ্টম দফা নির্বাচন ।বিধানসভা নির্বাচনের ২০২১ এর এটিই শেষ দফা । অষ্টম দফায় নির্বাচন চলছে মোট ৩৫ টি আসনে আজ বহু হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। অষ্টম দফায় রাজ্যের মোট চার জেলায় চলছে ভোটগ্রহণ। মালদা, মুর্শিদাবাদ, কলকাতা এবং বীরভূম। ৩৫ আসনের মধ্যে মালদার ৬টি, মুর্শিদাবাদের ১১টি, কলকাতার ৭টি ও বীরভূমের ১১টি আসন। ইতিমধ্যেই প্রত্যেকটি আসনে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী।

অষ্টম দফার নির্বাচনে মোট মোতায়েন করা হয়েছে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বীরভূমে মোতায়েন করা হয়েছে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর কলকাতায় মোতায়েন করা হয়েছে ৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় মোতায়েন করা হয়েছে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এই ৩৫ টি আসনের মধ্যে যেখানে যেখানে ভোটগ্রহণ হচ্ছে সেগুলি হল, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া, দুবরাজপুর, সিউরি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ুরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, খড়গ্রাম, বর্ধমান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি। মোটের মধ্যে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, তবে কিছু কিছু জায়গা থেকে এখনও পর্যন্ত বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রয়াত প্রতিমা ঘোষ, কবি শঙ্খ ঘোষের প্রয়াণের মাত্র ৮ দিন পরই প্রাণ হারালেন স্ত্রী । এম ভারত নিউজ

করোনার দাপটে জেরবার রাজ্যবাসী। অনেক চেনা পরিচিত মুখ করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। টলিউড, বলিউড এমনকি সাহিত্য মহলও বাদ যায়নি করোনার থাবা থেকে। সপ্তাহখানেক আগে কবি শঙ্খ ঘোষ করোনায় প্রয়াত হয়েছিলেন। আর তার ঠিক ৮ দিন পরেই মৃত্যু হল তাঁর স্ত্রীর। বৃহস্পতিবার সকালে কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন কবি শঙ্খ […]

Subscribe US Now

error: Content Protected