
বিকেল ৫ টা পর্যন্ত মোট ভোটদানের হার ৭৯.০৯ শতাংশ । বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট শুরু হয়ে গেছে সকাল ৭ টা থেকে, ৪ জেলায় চলেছে ভোট গ্রহণ। ভোটগ্রহণ হয়েছে মোট ৪৩টি আসনে।আজ একই সঙ্গে বহু হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণের সময় নির্ধারিত হয়েছে। শীতলকুচির ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। সেই সম্ভাবনায় আগে থেকেই প্রত্যেকটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছিল কড়া নিরাপত্তা বাহিনী ,মোট ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল ষষ্ঠ দফা নির্বাচন উপলক্ষে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে ১০০ মিটার অঞ্চলের মধ্যে উপস্থিত রয়েছে রাজ্য পুলিশ।সকাল সাতটা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ । ভোটগ্রহণের দিক থেকে এগিয়ে আছে নদীয়া আজ বিকেল পাঁচটা পর্যন্ত নদীয়ায় ভোট পড়েছে -৮২.৬৭ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে -৭৫.৯৪ শতাংশ, পূর্ব বর্ধমানে ভোট পড়েছে – ৮২.১৫ শতাংশ উত্তর দিনাজপুরে ভোট পড়েছে – ৭৭.৭৬ শতাংশ ।আজ ভোট গ্রহণ চলেছে উত্তর ২৪ পরগনায় ১৭টি আসনে, নদিয়ায় ৯টি আসনে, পূর্ব বর্ধমানের ৮টি আসনে ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ।