এবার কেন্দ্র থেকে বেঁধে দেওয়া হল করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ২ডিজি এর দাম। চলতি মাসের শুরুর দিকেই দেশে অনুমোদন পায় DRDO এর তৈরি এই ওষুধ। এবার বেঁধে দেওয়া হল তার দাম। ওষুধটির প্রতিটি পাউচের দাম ৯৯০টাকা নির্ধারিত করা হয়েছে কেন্দ্রের তরফে। যদিও সরকারি হাসপাতাল, কোভিড হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই ওষুধে মিলবে ভর্তুকি।দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে এপ্রিলেই। মে’তে চরমে ওঠে পরিস্থিতি। একেবারে ভেঙে পড়ে স্বাস্থ্য ব্যবস্থা। নূন্যতম পরিসেবা পাওয়ার জন্য ত্রাহি ত্রাহি রব ওঠে চারিদিকে। ঠিক সেই সময়েই বাজারে আসে DRDO এর তৈরি ওষুধ ২ডিজি। করোনার চিকিৎসায় অত্যন্ত কার্যকর এই ওষুধ। এটি সক্ষম করোনা রোগীদের অক্সিজেনের ওপর নির্ভরশীলতা কমাতে। ১১০ কোভিড আক্রান্তদের উপর করা ট্রায়াল অনুসারে এমন দাবীই করে প্রস্তুতকারক সংস্থা। এবার করোনা চিকিৎসার ব্রহ্মাস্ত্র এই ওষুধের দাম বেঁধে দেওয়ার ফলে কালোবাজারি এড়ানো সম্ভব হবে, যা কার্যতই উপকারে আসবে দেশের সাধারণ মানুষের, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।
কত হবে করোনার নয়া ওষুধ ২ ডিজি-র দাম, জেনে নিন । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 41 Second