তৃতীয় দফা ভোটের আগে আজ চারটি জনসভা ও একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি মঞ্চের সভাতে ব্যস্ত। আজ রায়দিঘি সভা থেকেই দেবশ্রী রায়কে প্রার্থী্ না করার বিষয়টিও পরিষ্কারভাবে তুলে ধরেন তিনি। তিনি বলেন দেবশ্রীকে নিয়ে ক্ষোভ ছিল, তার পাশাপাশি এতদূর আসতে পারতেন না দেবশ্রী। সেক্ষেত্রে তাঁকে প্রার্থী করা হয়নি আর তাতেই ক্ষুব্দ হয়ে নাকি বিজেপিতে যোগ দিয়েছেন তৃনমূলের দীর্ঘদিনের সাথী তথা প্রাক্তন অভিনেত্রী দেবশ্রী রায়।

সাধারণ মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন আম্ফান ঝড়ের সময় যে সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্থের পরিমাণ সর্বোচ্চ ছিল, সেখানে কেন্দ্রীয় মন্ত্রীদের দেখা মেলেনি আর সেখানেই রাত জেগে পাহারা দিয়েছেন তিনি। এমনকি যে সমস্ত মানুষ আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাঁদের আগামী দিনে সেই সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি নিজে , ঠিক এমনটাই বলেন তিনি সাধারণ মানুষের জন্য। এদিকে আজকের সভা থেকেই বিজেপির শীর্ষ নেতাদের তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘টাকা দিয়ে ভোট কিনতে চাই ওরা, সমস্ত হোটেল এবং গেস্টহাউস ইতিমধ্যেই বুক করে নিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব । ‘পয়লা এপ্রিল নন্দীগ্রামের ভোটদান নিয়ে তিনি বলেন , “বহু চেষ্টা করেও লাভ করতে পারেনি বিজেপি। ওরা সাধারন মানুষের উপর অত্যাচার করেছে । তবে নন্দীগ্রামের মানুষ রুখে দাঁড়িয়েছে, ভোট ভালো ভাবে সম্পন্ন হয়েছে।” তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, বিজেপির নেতারা যদি এসে তান্ডব করার চেষ্টা করে ,তখন আযানের ধ্বনি দিতে।কোনও হিন্দু-মুসলমান অশান্তি না করার বার্তা দিয়েছেন তিনি, বলেছেন” আমরা একসঙ্গে থাকি। এক সঙ্গে দুর্গাপুজো করি, একসঙ্গে কালিপুজো করি। একসঙ্গে ইফতার করি। “