Read Time:1 Minute, 7 Second
সপ্তমীতে দেশবাসীকে শারদ শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন তাঁর বার্তায় উঠে এল মাতৃশক্তিকে সম্মানের সঙ্গে সঙ্কট মোকাবিলায় দেবী বন্দনা। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গা পুজোর শুভ অনুষ্ঠানে আমি ভারত এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের শুভেচ্ছা জানাই।”

তিনি আরও বলেন, ” কথিত আছে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করতে সমস্ত দেবদেবীর সম্মিলিত শক্তিকে ব্যবহার করেছিলেন। এটা আমাদের শেখায় যে এই কঠিন সময়ে আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনও সংকটের মোকাবিলা করতে পারব।” পাশাপাশি রাষ্ট্রপতি বলেন, “আমাদের সকলের উচিত আমাদের নারী সম্প্রদায় অর্থাৎ মাতৃশক্তি ও ক্ষমতায়নকে সম্মান জানানো।”