Read Time:1 Minute, 19 Second
ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা । শনিবারই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব। তাঁর জায়গায় এবার এলেন মানিক সাহা । মানিক সাহা রাজ্যসভার সদস্য এবং বিজেপির বর্তমান রাজ্য সভাপতি । বিধানসভা নির্বাচনের আর বেশি দিন দেরি নেই ত্রিপুরায় । তার আগেই শুক্রবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর বিপ্লব দেব পদ থেকে সরে যান বলেই মনে করা হচ্ছে । জানা গিয়ছে তৃণমূল যে জায়গায় আসন শক্ত করার চেষ্টা করছে সেখানকার জনপ্রিয় নেতা হলেন মানিক সাহা । এই পদক্ষেপ ভোটের আগে বিজেপির কৌশল অর্থাৎ তুরুপের তাস বলেই মনে করছে রাজনৈতিক মহল । তবে বিপ্লব দেবের ইস্তফা ঘিরে কিছুটা জল্পনাও ঘনিয়েছে । অন্য দলে যোগদান করবেন কিনা এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তর্জা । যদিও সেই বিষয়ে কিছুই জানাননি নেতা ।