বিশ্বভারতীতে সরাসরি ক্লাসের সুযোগ এবার কারা পাবেন, জানুন । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 48 Second

সমস্ত অচলাবস্থা কাটিয়ে এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পুরোদমে ক্লাস শুরুর পথে এগোচ্ছে। ইতিমধ্যেই, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে অফলাইন ক্লাস শুরুর নির্দেশিকা জারি করা হয়েছে। প্রাথমিক অবস্থায় সব পড়ুয়াদের জন্য এই সুযোগ না মিললেও এম ফিলের সমস্ত পড়ুয়া, স্নাতক ও স্নাতকোত্তর অন্তিম সিমেস্টারের পড়ুয়ারা এবং পাঠভবন ও শিক্ষাসত্রের দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা সরাসরি ক্লাস করার সুযোগ পাবে।

সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম দিন থেকেই অফলাইন ক্লাস শুরু হবে সংশ্লিষ্ট পড়ুয়াদের । এই অফলাইন ক্লাসে আবাসিক ও স্থানীয় সব পড়ুয়ারার ক্ষেত্রেই অংশগ্রহণের সুযোগ মিলবে । বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে এখন অবশ্য কিছুদিন বন্ধ থাকবে হস্টেলের দরজা। আবাসিক পড়ুয়ারা চাইলে সাময়িক ভাবে নিজেদের থাকার ব্যবস্থা করে নিতে পারে ক্যাম্পাসের আশেপাশে । তবে, নির্দেশিকায় আরও জানানো হয়েছে কেবলমাত্র দুটি টিকার শংসাপত্রপ্রাপ্ত পড়ুয়ারাই অফলাইন ক্লাস করার ছাড়পত্র পাবে ।

ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন ভবনের অধ্যক্ষ, প্রক্টর, ডিন ও অন্যান্য আধিকারিকদের নিয়ে আয়োজিত একটি বৈঠকে । জানা গিয়েছে যে, দীর্ঘদিন বন্ধ থাকার জেরে বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক ক্ষতি হয়েছে, তা ঠিক করতে বেশ কিছুদিন সময় এবং অনেকটা অর্থের প্রয়োজন। তবে জানুয়ারি মাসের মধ্যেই হস্টেলে ঢুকতে পারে সেইসব পড়ুয়ারা যাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে। তাদের কথা মাথায় রেখেই হস্টেল মেরামতির চেষ্টা শুরু হয়ে গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, পুনরায় ক্লাস চালুর খবরে খুশি হলেও দ্রুত সমস্ত ক্লাসের অফলাইন ক্লাস শুরু করা এবং তার পাশাপাশি হস্টেল খোলার দাবি জানাচ্ছেন পড়ুয়ারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উৎসবের মরশুমে কেঁপে উঠলো অসম ও গুজরাট । এম ভারত নিউজ

দেশ জুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দিপাবলি। আর দীপাবলির দিনেই কেঁপে উঠলো দেশের দুই প্রান্ত। সকালে অসম ও বিকেলে কেঁপে উঠল গুজরাট। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, গুজরাটের দ্বারকায় বৃহস্পতিবার বিকেলে ভূকম্পন অনুভূত হয়েছে । বিকেল ৩ টে ১৫ মিনিটে সেই কম্পন টের পান এলাকাবাসী। জানা গিয়েছে যে, ভূ-পৃষ্ঠ […]

Subscribe US Now

error: Content Protected