নিজস্ব সংবাদদাতা,হাওড়া : আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন,তারপরই রাজ্যবাসী ইভিএম মেশিনের বোতাম টিপে মতদান করবেন রাজ্যে সরকার গঠনে। এরই মধ্যে হাওড়া জেলাজুড়ে একের পর এক বোমাবাজি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসন। উদ্বিগ্ন জেলা নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচার চলাকালীন রাজ্যে এই ধরনের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়ছে রাজ্য শাসকদল।
গত বুধবার রাতে সদর হাওড়ার ডোমজুড় বিধানসভার বাঁকড়ার মন্ডলপাড়া এলাকা একটি বাড়ি থেকে সেখ ইব্রাহিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত ডোমজুড় থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল,দেশী তাজা বোমা ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি করেছে।
এখন প্রশ্ন থেকে যাচ্ছে ,শুধু কি তিনি একাই ,নাকি দলে আরও কেউ ছিল ?কোথা থেকে আসলো এই সমস্ত বোমা পিস্তল ? অর্থ যোগান দিচ্ছে কারা?
সূত্রের খবর এই সেখ ইব্রাহিম এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত। নির্বাচনের আগে বোমা উদ্ধারে কার্যত অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। সেখ ইব্রাহিমকে একজন এলাকার দুষ্কৃতি বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। পাশাপাশি এও বলা হয় তার সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই।
নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে একটি বাড়িতে বোমা বাঁধার পাশাপাশি বোমা মজুত করা হচ্ছিলো বলে জানা গেছে। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালানোর সময় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছলে সকলে পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতকে জেরা করে বাকিদের ধরার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আজ হাওড়া জেলা আদালতে তোলা হবে। তদন্তে তৎপর পুলিশ বাহিনী, খুব শীঘ্রই বাকি সদস্যদের খুঁজে পাওয়া যাবে বলে মনে করছেন তাঁরা।