Read Time:51 Second
উৎসবের আমেজ চলছে । শুরু হতে চলেছে খ্রীষ্টমাস। ঠিক এর আগেই রাজ্যে মিলল অস্ত্র সহ প্রচুর বিস্ফোরক। দু’জনকে আটক করে পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে উদ্ধার করা হয় অস্ত্র।
বেঙ্গল এসপিএফ-এর অফিসারদের কাছে খবর আসে সাপুরজির কাছে ‘নিউ কেনো সিটি’ বাসস্ট্যান্ড-এ বিপুল আগ্নেয়াস্ত্র আছে ।খবর পেয়ে অফিসাররা ঘটনা স্থলে গিয়ে অস্ত্র সহ দু’জনকে আটক করে । ১৩ কিলোগ্ৰাম বিস্ফোরক সহ একটি কারবাইন ও নাইন এম এম পিস্তল উদ্ধার হয়। বিষয়টি খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।
বিস্তারিত আসছে………