Read Time:1 Minute, 16 Second
শেষযাত্রার পথে সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। শেষকৃত্যের জন্যে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কেওড়াতলা মহাশ্মশানে। রাজ্যের অন্যতম রাজনীতিবিদ, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের শেষযাত্রায় সামিল হয়েছেন তাঁর দীর্ঘদিনের রাজনীতি জীবনের সহকর্মী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস,চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন বহু সুব্রত-অনুগামীও। কেওড়াতলা মহাশ্মশানে প্রথমে গান স্যালুট-এর মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে রাজ্যের প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। এরপরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। দীর্ঘদিনের সহযোদ্ধা সুব্রত দা’র মৃত্যুতে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি তাঁর প্রিয় সুব্রত দা’র শেষযাত্রায় সামিল হবেন না বলেই জানিয়েছেন।