রাজ্যে ফের ব্যাংক জালিয়াতির শিকার হলেন বর্ধমানের এক শিক্ষক। বিগত সাত মাস ধরে ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ১৭৪ বার ট্রানজেকশন হয়েছে। একাউন্ট থেকে কখনও ২০০০, কখনও ৪০০০ আবার কখনও ৭০০০ টাকার মোট ১৭৪ বার ট্রানজেকশন হয়েছে বলে জানান স্কুল শিক্ষক বুদ্ধেশ্বরবাবু। আ্যকাউন্টের সঙ্গে যুক্ত রেজিস্টার মোবাইল নাম্বারে কোন ওটিপি মেসেজ আসেনি । তাছাড়া ব্যাংক থেকে ট্রানজেকশনেরও কোন মেসেজ আসেনি ওই প্রতারিত শিক্ষকের নাম্বারে।

তিনি ব্যাংকের পাসবুক আপডেট করাতে গিয়ে দেখতে পান ব্যাংকের আ্যকাউন্ট থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা উধাও। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে বৃদ্ধেশ্বরবাবু বর্ধমানের মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারকরা কিভাবে এতগুলো টাকা ট্রানজেকশন করল তা জানতে তদন্তে নেমেছে বর্ধমান পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।