ভাসছে তামিলনাড়ু, জেলায় জেলায় জারি লাল সতর্কতা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 1 Second

নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি। আর তিনদিনের এই লাগাতার বৃষ্টিতে কার্যত ভাসছে তামিলনাড়ু। এখনও পর্যন্ত জলের তলায় তামিলনাড়ুর বেশিরভাগ রাস্তাঘাট। এই ভারী বৃষ্টির জেরে তিনদিন ধরে ব্যাহত বিমান পরিষেবা। এই প্রাকৃতিক দুর্যোগ এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বর্তমানে চেন্নাই থেকে ১৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে নিম্নচাপ। এর ফলেই ক্রমাগত প্রবল বৃষ্টিপাত হয়েই চলছে তামিলনাড়ুতে। এখনও পর্যন্ত আট জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর।

বৃহস্পতিবারও রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। একইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আগামী দু’দিন একই আবহাওয়া বজায় থাকবে,এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। টানা তিনদিনের বৃষ্টিতে কার্যত জলের তলায় গণেশপুরম, গাঙ্গু রেড্ডি, ম্যাডলি, দুরাইস্বামী, পালাভান্থাঙ্গল, তাম্বারাম, অঙ্গরানাথান, ভিল্লিভাক্কাম এবং কাখন ব্রিজের সাবওয়ে। কেকে নগর, এভিআর সালাই, সেম্বিয়াম, কে-৫ পেরাভাল্লুর, ডঃ আম্বেদকর রোড-সহ আরও একাধিক রাস্তাও জলমগ্ন। যার জেরে কার্যত যানচলাচল প্রায় পুরোপুরি বন্ধ। দুর্যোগের প্রভাবে চেন্নাই বিমানবন্দরে বন্ধ বিমান ওঠানামা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

BREAKING NEWS: বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এম ভারত নিউজ

বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টুইট করে নিজেই দলত্যাগের কথা জানিয়েছেন তিনি। যার জেরে কার্যত শোরগোল উঠেছে রাজনৈতিক মহলে। দলত্যাগের কথা ঘোষণা করে শ্রাবন্তী টুইট করে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিকতা নেয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের যথেষ্ট অভাব রয়েছে তাদের।’ প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ঘটা করে দলবদলের […]

Subscribe US Now

error: Content Protected