আজ হাইকোর্টের নির্দেশ মত নন্দীগ্রাম মামলায় ৫ লক্ষ টাকা জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, আগামী ১৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। যদিও ইতিমধ্যেই এই মামলা অন্যত্র সরানোর দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী । জানা যাচ্ছে, পরবর্তী শুনানির দিন এই মামলা সম্পর্কিত বাকি রিপোর্ট জমা দিতে হবে। ইতিমধ্যে হাইকোর্টে এই মামলার শুনানি মুলতবি রাখার আর্জি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ২০২১-এর অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। আর সেই কেন্দ্রেরই নির্বাচনের ফল প্রকাশের দিন কখনও এগিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো কখনও এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং একসময় সমস্ত ফলাফলকে একপাশে সরিয়ে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরবর্তীতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে সুরাহা না মিললে হাইকোর্টে মামলা করেন তিনি। এমনকি বিচারপতি কৌশিক চন্দের পক্ষপাতিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পরবর্তীতে এই প্রসঙ্গে বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছিলেন,” যদি কোন একজন আইনজীবী কোনও একটি নির্দিষ্ট দলের হয়ে দাঁড়াতে পারেন। তখন তাঁর বিরুদ্ধে কোনভাবেই পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে না। আদালতের বিচারপতির হলেও তিনিও একজন সাধারন মানুষ। তাঁরও ব্যক্তিগতভাবে কাউকে ভাল লাগতে পারে। তবে সে ক্ষেত্রে তাঁর কর্মস্থানের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ থাকার কথা নয়।” আর এই ঘটনার পরে আদালতকে কলুষিত করার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আর সেই কারণেই আজ আদালতের নির্দেশ মেনে বার কাউন্সিলে ৫ লক্ষ টাকা জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী।