ফের অসুস্থ লালকৃষ্ণ আডবাণী। বুধবার মধ্যরাতে ভর্তি করা হয় দিল্লির অ্যাপোলো হাসপাতালে। অসুস্থতার কারণ সঠিকভাবে জানা না গেলেও, চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে লালকৃষ্ণ আডবাণীর অবস্থা স্থিতিশীল। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে। হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিনীত সুরির তত্ত্বাবধানে রয়েছেন ৯৬ বছরের আডবাণী।
এর আগে গত ২৬ জুন দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছিল আডবাণীকে। বেশ কিছু শারীরিক পরীক্ষার পর আডবাণীকে ২৭ জুন ছেড়ে দেওয়া হয়েছিল। ছ’দিনের মধ্যে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কোনওরকম ঝুঁকি নিতে রাজি হয়নি পরিবার তথা ভারতীয় জনতা পার্টি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে লালকৃষ্ণ আডবানির শারীরিক অবস্থা স্থিতিশীল। নিউরোলজি বা স্নায়ু বিষয়ক বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। একাধিক মেডিক্যাল টেস্ট করা হচ্ছে তাঁর। পরিস্থিতি দেখে তবেই হেলথ বুলেটিন দেওয়া হবে হাসপাতালের পক্ষ থেকে।