এবার তৃণমূলে প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ। এম ভারত নিউজ

Mbharatuser

মমতার হাত ধরেই ঘাসফুলে যোগদান করতে চলেছেন তিনি। বিজেপি, কংগ্রেস বিভিন্ন শিবির ঘুরে এবার এই প্রাক্তন ক্রিকেটার যোগ দেবেন তৃণমূলে।

0 0
Read Time:2 Minute, 15 Second

তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর যে একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। সোমবার তিনি রাজধানীতে পা রাখার পর থেকেই ক্রমশ এই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। এবার জাতীয় স্তরের একাধিক গুরুত্বপূর্ন ব্যক্তিত্বের সমাগম হতে পারে ঘাসফুল শিবিরে। আর সেই তালিকায় এবার প্রথমেই নাম উঠে এল প্রাক্তন ক্রিকেটার তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কীর্তি আজাদের। সূত্রের খবর, মমতার হাত ধরেই ঘাসফুলে যোগদান করতে চলেছেন তিনি। বিজেপি, কংগ্রেস বিভিন্ন শিবির ঘুরে এবার এই প্রাক্তন ক্রিকেটার যোগ দেবেন তৃণমূলে।

কপিল দেবের সতীর্থ হিসেবে পরিচিত কীর্তি আজাদ ভারতীয় ক্রিকেটে স্বনামধন্য ব্যক্তিত্ব। ১৯৮৬ সালে খেলার জগৎ থেকে অবসর নেওয়ার পর তিনি নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেন। বাবা ভগবৎ আজাদের দেখানো পথে হেঁটে প্রথমেই নাম লেখান গেরুয়া শিবিরে। বিজেপির টিকিটে দ্বারভাঙা থেকে দু’বারের সাংসদও নির্বাচিত হন কীর্তি। কিন্তু পরবর্তীতে অরুণ জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং দলের সঙ্গে মতান্তরের জেরে ২০১৫ সালে বিজেপি তাঁকে বহিষ্কার করে। ২০১৯ সালে ফের কংগ্রেস যোগদান করেন কীর্তি আজাদ। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চিন্তাধারাকে পাথেয় করেই তাঁর রাজনৈতিক জীবনের নতুন  পথ শুরু হতে চলেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তৃণমূলের আন্দোলন নিয়ে কটাক্ষ দিলীপের। এম ভারত নিউজ

ত্রিপুরায় তুঙ্গে বিজেপি-তৃণমূল তরজা। তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারির প্রতিবাদে সুদূর দিল্লি থেকে ত্রিপুরা আন্দোলনে নেমেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূলের এহেন কার্যকলাপ নিয়ে ফের কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

You May Like

Subscribe US Now

error: Content Protected