Read Time:57 Second
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন ডিজি পার্থ ভট্টাচার্য। আজ ভোরে সল্টলেকের বাড়িতে মৃত্যু হয় তাঁর। সল্টলেকের আইএ ব্লকের ১৮৩ নম্বর বাড়িতে থাকতেন তিনি। জানা গিয়েছে, ঘরের মধ্যে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরিবার সূত্রে খবর, আজই প্রাক্তন ডিজির জন্মদিন। আর আজই তিনি চলে গেলেন।

এদিন খবর পেয়ে প্রাক্তন ডিজির বাড়িতে যান বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার। গিয়েছিলেন কলকাতা পুলিশের কর্তারাও। ক্যাওড়াতলা মহাশ্মশানে প্রাক্তন পুলিশ কর্তার শেষকৃত্য সম্পন্ন হয়।