দেশজুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতি। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও কিছুতেই নিয়ন্ত্রনে আনা যাচ্ছেনা চিকিৎসার সরঞ্জামের কালোবাজারি। এবার লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠল দিল্লি-মুম্বাইয়ের একটি সংস্থার বিরুদ্ধে।

জানা যাচ্ছে, অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য বিক্রেতা খুঁজছিল পূর্ব কলকাতার সন্তোষপুরের একটি বেসরকারি সংস্থা। তখনই অনলাইনে দিল্লি-মুম্বাইয়ের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ হয় তাঁদের। অক্সিজেন কনসেনট্রেটর কেনার কথা বললে সমস্ত টাকা অগ্রীম দিয়ে দিতে বলে দিল্লি-মুম্বাইয়ের ওই সংস্থা। সেই মত সন্তোষপুরের সংস্থাটি কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৩৫লক্ষ ৮৬ হাজার ৭০০ টাকায় পাঠায় অন্য সংস্থাটিকে। এরপরই সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় ওই সংস্থা। অবশেষে পূর্ব কলকাতার সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন সন্তোষপুরের সংস্থাটির কর্তারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহকারী ওই সংস্থার একটি অফিস দিল্লির কীর্তিনগর ও অন্যটি মুম্বইয়ের আব্দুল রহমান স্ট্রিটে। এই সংস্থার রোহিত নিচানি এবং অবিনাশ নামে দুই ব্যক্তির সঙ্গেই যোগাযোগ হয়েছিল কলকাতার সংস্থাটির। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।