কল সেন্টারে হানা বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশের। কেষ্টপুরের একটি বাড়ি ভাড়া নিয়ে চলত এই প্রতারণা চক্র। এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে বিধান নগর থানার সাইবার পুলিশ। বাজেয়াপ্ত ল্যাপটপ মোবাইল ফোন হার্ডডিক্স সহ বেশ কিছু নথি। মহিলা সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, টাওয়ার বসানোর নাম করে কয়েক হাজার ব্যক্তির কাছ থেকে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিমে তিনটি অফিসে এই মুহূর্তে তল্লাশি অভিযান সংঘটিত করছে বিধান নগর সাইবার শাখা এবং বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশরা।
পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সাইবার শাখার পুলিশ। ইতিমধ্যেই বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ মহিলা সহ ১২ জনকে গ্রেফতার করেছে। আজ তাদের বিধাননগর আদালতে তোলা হবে এখনও মূল অভিযুক্ত খোঁজ চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এদিকে কল সেন্টারে তল্লাশি চালিয়ে বেশ কিছু মোবাইল, হার্ডডিক্স , ল্যাপটপ উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।