ইন্দোনেশিয়ার সাদিমান নামক এক ব্যক্তি ২৪ বছরের অক্লান্ত পরিশ্রমে আড়াইশো হেক্টর জমি অরণ্যে পরিণত করেছেন। ইন্দোনেশিয়ার জাভায় ১৯৬০ সালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই আগুনে কয়েকশো দেবদারু গাছ পুড়ে ছাই হয়ে যায়। যার ফলে ওই এলাকা একেবারে রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। কয়েক দশক ধরে ওই এলাকা ক্ষরার পরিস্থিতি ছিল। ওখানেই সবুজ পরিবেশ তৈরী করা যে সম্ভব তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি গ্রামের বাকি মানুষেরা। এমনকি ওই এলাকাতে চাষাবাদ করার সুবিধাও ছিল না ।
সাদিমান বলেছেন তিনি যখন ভবিষ্যতের কথা চিন্তা করে বিজ কেনার জন্য নিজের গবাদি পশু বিক্রি করেছিলেন, তখন গ্রামের মানুষ তাঁকে দেখে হাসাহাসি করেছিল। বলেছিল ,সে নাকি পাগল হয়ে গেছে। তবে তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে গেছেন এক নাগাড়ে। দু’দশক ধরে লাগাতার প্রচেষ্টা এই সবুজ অরণ্যে সৃষ্টি করেছেন তিনি।
এই কাজ করতে সাদিমানকে গ্রামের মানুষ বিন্দুমাত্র সহযোগিতা করেননি পাশাপাশি সরকারি সহযোগিতার কথা ছেড়েই দিন।
তবু থেমে থাকেননি তিনি। ২৪ বছরের লাগাতার প্রচেষ্টায় আজ ওই দাবানলের বশীভূত এলাকা সবুজ গাছে ছেয়ে গেছে । তিনি বলেন তিনি বেছে বেছে প্রথমে অসথ্ব, বট এবং পরবর্তীতে কলা গাছ লাগাতে থাকেন কারণ এই গাছগুলির জল ধারণ ক্ষমতা বেশি । ওই অঞ্চলে জলের সমস্যা ছিল সর্বাধিক । পরবর্তীতে তিনি সফল হলে শেষ পর্যন্ত গ্রামের মানুষ সাদিমানকে সুপারম্যান বলে মেনে নিতে বাধ্য হয়। কল্পতরু পুরস্কার পান তিনি। এই পুরস্কার তাঁরাই পান যাঁরা পরিবেশ রক্ষায় নিজেদের সবটুকু দিয়ে দিতে পারেন। এখন ওই জঙ্গলের নাম রাখা হয়েছে সাদিমান ফরেস্ট। যদিও পুরস্কারে কোন আগ্রহ নেই তার তিনি এই ফরেস্টের দিকে তাকিয়ে বলেন ,”গাছগুলো বড় হয়েছে ,চারিধারে এত সবুজ, এটাই তো পুরস্কার।”