ব্রিজ থেকে গাড়ি সোজা গঙ্গায়, মৃত কমপক্ষে ১০ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 42 Second

ফের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল পাটনায়,ব্রিজ থেকে নীচে সোজা গঙ্গায় একটি যাত্রীবাহী ভ্যান। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে, দানাপুরের,পান্টুন ব্রিজের কাছে এই ভয়ংকর দূর্ঘটনাটি ঘটে। এসডিআরএফ এবং এনডিআরএফ টিম দূর্ঘটনার কিছুক্ষণ পরে দূর্ঘটনাস্থলে পৌঁছায়, শুরু হয় উদ্ধারকাজ। আশঙ্কা করা হচ্ছে, ওই ভ্যানে থাকা একই পরিবারের ১২ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভ্যানের উপর দুজন ব্যক্তি বসে থাকায় পরবর্তীতে নিজেদেরকে প্রাণে বাঁচাতে সক্ষম হয় তাঁরা। তারাই জানিয়েছেন একটি বিয়ে বাড়িতে ফিরছিল এই পুরো গাড়িটি এবং প্রত্যেকেই একটি পরিবারের সদস্য। যদিও এখনও পর্যন্ত মোট দশটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে বহু মানুষের সমাগম ঘটেছে। শুধু তাই নয় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় সাংসদ এবং বিধায়ক। সাধারণ মানুষ তাঁদের কাছে দাবি করেন ওই গাড়িতে সব মিলিয়ে মোট ১২ জন উপস্থিত ছিলেন । তাঁর মধ্যে দুজন ছিলেন গাড়ির ছাদে ,তৎক্ষণাৎ গাড়ির ছাঁদ থেকে লাফ মেরে কোনরকমে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন ওই দুজন। বর্তমানে এখানে একটি ক্রেন উপস্থিত হয়েছে যার মাধ্যমে গাড়িটিকে তোলার চেষ্টা করা হচ্ছে, জানা যাচ্ছে এটি একটি বিয়ে বাড়ির গাড়ি। আকিলপুর থেকে দানাপুরের দিকে ফিরছিল ওই গাড়িটি। সেই সময়েই এই গাড়ি দূর্ঘটনা ঘটে। যদিও জানা যাচ্ছে না হঠাৎ করে ব্রিজের উপর দিয়ে চলন্ত গাড়ি কি করে গিয়ে গঙ্গায় পড়ল! তাহলে কি গাড়ির ব্রেকফেল অবস্থায় ছিল নাকি গাড়িতে ড্রাইভার মদ্যপ ছিলেন? এ ঘটনা সামনে আসার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় ?একই সাথে একই পরিবারের একজন সদস্যের মৃত্যু সাধারণত সকলের মনে এক করুণ উদ্বেগের সৃষ্টি করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে রাস্তায় নামল মহিষাদল পুলিশ ও প্রশাসন । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা ,পুর্ব মেদিনীপুর : নির্বাচনের কারণে রাজ্যজুড়ে সংক্রমণের মাত্রা ঝড়ের গতিতে বাড়ছে তাই নির্বাচন কমিশনের তরফ থেকে সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে । বর্তমানে সংক্রমিত দেশের তালিকায় এবার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে এবার সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় […]

You May Like

Subscribe US Now

error: Content Protected