শহিদ দিবসে দেখতে পাওয়া গেল গান্ধীরুপি মদন মিত্রকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

শহীদ দিবসের দিনে নেট পাড়ায় ফের সাড়া ফেললেন তৃণমূলের অতি চর্চিত বিধায়ক মদন মিত্র। বিধানসভা নির্বাচন ২০২১ এ ক্ষমতায় আসার পরেই বেশকিছু রদবদল হয়েছিল তৃণমূলের অন্দরমহলে । মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বন্ধ করতে হয়েছিল ফেসবুক লাইভ। তবে মানুষ তাঁকে ভালোবাসে আর তাঁর প্রমাণ স্বরূপ আজকে ফের নেট মাধ্যমে সাড়া ফেললেন তিনি। আজ শহীদ দিবসের দিনে সকাল সকাল টোটো নিয়ে রাস্তায় বেরোলেন মদন মিত্র। দেশ জুড়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম । আর সেই দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদেই আজ শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের পরেই টোটো নিয়ে রাস্তায় দেখা গেল তাঁকে। তিনি জানান, ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন মহাকরণ অভিযানে পুলিশের গুলি চলে তখন একটি মিছিলের অগ্রভাগে ছিলেন তিনি। সমস্ত ঘটনার চাক্ষুষ সাক্ষী তিনি। সব ওঠাপড়ার মাঝখানে আজও মুখ্যমন্ত্রীর প্রতি সশ্রদ্ধ সম্মান জানান তিনি।

আজ এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, “ভারতবর্ষের জুড়ে শুধু একটাই নাম। আমরাও আমাদের এলাকায় পতাকা উত্তোলন করছি। তার আগে বিভিন্ন মানুষকে পরিষেবা দিচ্ছি, বিনে পয়সায় বিভিন্ন স্থানে পৌছে দিচ্ছি। এটা পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের প্রতিবাদ। আর শহিদের প্রতি এভাবেই শ্রদ্ধা দেখাতে চাইছি আমরা। কামারহাটি তৃণমূল কংগ্রেস এই স্বেচ্ছা পরিষেবা দিচ্ছে বিনামূল্যে মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তৃণমূলের অনুষ্ঠানে হাজির হয়েছেন চিদাম্বারাম-জয়া-পওয়ার। এম ভারত নিউজ

কাউন্টডাউন শুরু ! সর্বভারতীয় স্তরে বক্তব্য রাখতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শহীদ দিবসে সেই ১৩ জন শহীদকে সম্মান জানাতে বক্তব্য রাখবেন মমতা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্তরে পালিত হচ্ছে শহীদ দিবসের সম্মান জ্ঞাপন। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন। সরাসরি সম্প্রচার করা হবে মুখ্যমন্ত্রীর ভাষণ। ইতিমধ্যেই তৃণমূলের […]
poitics_265

Subscribe US Now

error: Content Protected