
বুধবার দ্বিতীয়বারের জন্য সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। জীবনসঙ্গী হয়েছেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমার। শুক্রবার ছিল তাঁদের বৌভাত পর্ব। এদিন ভাবনীপুরে মহানায়ক উত্তম কুমারের আদি বাড়িতেই আয়োজন করা হয়েছিল ঘরোয়া অনুষ্ঠান। করোনার জন্য বড় করে অনুষ্ঠান করতে পারেননি নবদম্পতি। তাই আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ বড়ো করে রিসেপশন পার্টির আয়োজন করবেন নবদম্পতি। শুক্রবার বাড়ির লোকজনের সঙ্গেই হই-হুল্লোড় করে সময় কাটালেন তাঁরা।

বৌভাতের দিন বেনারসিতে নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। বেগুনি রঙের বেনারসি আটপৌরে স্টাইলে পরেছিলেন। গৌরবের পরনে ছিল ধুতি-পাঞ্জাবি। গৌরবের বোনেদের সঙ্গে এদিন পোজ দিতে দেখা যায় তাঁদের। জানা গিয়েছে আগামী ১৫ ডিসেম্বর আইনি মতে বিয়ের পর্ব সারছেন গৌরব-দেবলীনা। বিয়ের পরেই দুজনেই শ্যুটিং ফিরছেন। হানিমুনের আপাতত কোনও প্ল্যানিং নেই।