ভয়াবহ বন্যায় সম্পূর্ণভাবে জলের তলায় জার্মানির একাধিক শহর। ইতিমধ্যেই এই বিপুল বৃষ্টিপাতে জমে যাওয়া জলের কারণে মৃত্যু হয়েছে ১৫০ জন জার্মানিবাসির। বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে প্রথম সারির দেশ হচ্ছে জার্মানি। তবে প্রাকৃতিক শক্তির কাছে পরাজয় মেনে স্তব্ধতার শিকার হতে হল এই দেশকেও। গতকালের ভারী বৃষ্টিপাতের কারণে সেই দেশের বিভিন্ন এলাকা গুলোতেও বন্যা প্রবণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে স্বভাবতই বিপত্তির মুখে পড়তে হয়েছে জনজীবনকে।

ভয়াবহ বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই জলে নিখোঁজ বহু মানুষ। এমনকি জলের তরে ডুবেছে সমস্ত ঘরবাড়ি গুলিও। রবিবার ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিখ্যাত এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানতে পারা গেছে দক্ষিণ জার্মানিতে রবিবার আচমকা আসা বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা। ইতিমধ্যেই জলের স্রোতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।