কাবুল দখলে এবার মরিয়া হয়ে উঠেছে তালিবান। গতকাল রাত্রে আফগানিস্তানের গজনী প্রদেশের দখল নিয়েছে তালিবানরা। জানা যাচ্ছে বর্তমানে কাবুল থেকে ১৩০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে তালিবানরা। গতকাল রাত্রে কাবুলের দখল নেওয়ার পরে, আফগানিস্তান সরকারের তরফ থেকে ক্ষমতা ভাগের বিষয়ে প্রস্তাব দেওয়া হয় তালিবানদের। তবে আগামী দিনে কাবুল দখলের বিষয়ে উদ্যোগী হতে পারে তালিবানরা। আর সেই কারণে চাঁদের বুড়ি ম্যাজিক যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে উপস্থিত ভারতীয় সাংবাদিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করল ভারত সরকার। জানা যাচ্ছে ভারত থেকে বেশ কিছু সাংবাদিক গ্রাউন্ড রিপোর্টিংয়ের জন্য আফগানিস্থানে উপস্থিত হয়েছেন। অতিরিক্ত প্রাণের ঝুঁকি নিয়েই এই খবর নিয়ে আসছেন তাঁরা। ইতিমধ্যেই কিছুদিন আগে এক চিত্রসাংবাদিককে হারিয়েছে ভারত।

ইতিমধ্যেই এই প্রসঙ্গে কাবুল দূতাবাসের তরফ থেকে সতর্ক করা হয়েছে। তাদের বক্তব্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আফগানিস্তানের এই সমস্যার সঙ্গে তাঁরা নিজেদেরকে জড়িয়ে ফেলছেন। এমনকি এই বিষয়ে আফগানিস্তান দূতাবাসের কোন সতর্কবার্তা না মানার কারণে প্রাণের ঝুঁকি নিচ্ছেন তাঁরা। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ” আফগানিস্থানে সরকারী বাহিনীর নিয়ন্ত্রণাধীন নয়, এমন একটি এলাকায় একটি বাঁধ প্রকল্পের কাজের সঙ্গে জড়িত থাকার তিন ভারতীয় ইঞ্জিনিয়ারের জরুরি এয়ার রেসকিউর প্রয়োজন ছিল। পরবর্তীতে এই ঘটনার খবর সামনে আসার পরই দূতাবাস মনে করছে যে তাঁদের পরামর্শ মেনে নিচ্ছেন না ভারতীয়রা। পাশাপাশি ক্রমাগত নিজেদের মারাত্মক বিপদে জড়াচ্ছেন ভারতীয়রা।”