মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা ! খেলতে খেলতে কুয়ায় পড়ে গিয়েছিল একটি ছোট্ট শিশু । আর তাঁকে বাঁচাতে গিয়ে আরও বড় বিপদ ডেকে আনে গ্রামবাসী। জানা যায় কুয়োর উপরে যে সিমেন্টের ঢাকনাটি ওপর দাড়িয়ে উদ্ধারকার্য চালানো হচ্ছিল, হঠাৎ করে সেটি ভেঙে পড়ে কুয়োর মধ্যে পড়ে যান ৩০ জন। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করা হয়েছে। জানা যাচ্ছে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গতকাল এই ঘটনাটি ঘটে মধ্য প্রদেশের বিদিশার গঞ্জ বাসোদায়। কুয়োয় পড়ে যাওয়া ৩০ জনকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

সর্বশেষ পাওয়া খবর অব্দি জানতে পারে গেছে , ইতিমধ্যেই ১৯ জনকে কুয়ো থেকে উদ্ধার করা গেলেও, বাঁচানো যায়নি চারজনকে। এ দিকে, এখনও কুয়োয় আটকে রয়েছেন ১০ জন, যাদের উদ্ধার করা হচ্ছে। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যেই। এ প্রসঙ্গে সেরাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর একযোগে উদ্ধারকার্য চালাচ্ছে। ইন্সপেকটর জেনারেল ও অন্যান্য শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।”