লন বল খেলায় ন্যাশনাল গেমসে দু’বার সোনা জিতেছেন ঝাড়খণ্ডের সরিতা তিরকি । শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরেও একাধিকবার দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি । আর সেই সরিতার সংসার এখনও চলে দিন মজুরি খেটে ।

সংসার খরচ চালাতে কখনও চায়ের দোকান চালানো, তো কখনও দিনমজুরের কাজ করা । ২০০৭ সাল থেকে জাতীয় গেমসে ঝাড়খণ্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন সরিতা । ২০১১ সালে বিহারের হয়ে খেলেও সোনা জেতেন তিনি । ২০১৫ সালে ফের ঝাড়খণ্ডের হয়ে খেলে জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হন ।

২০১৫ এবং ২০১৭ সালে ন্যাশনাল লন বল চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন । ২০১৮ সালে জিতেছিলেন রুপো। এছাড়া গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া–প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন ।সরিতার বক্তব্য এর আগে একাধিকবার রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন তিনি, সাহায্যের প্রতিশ্রুতি মিললেও, সাহায্য মেলেনি। ঝাড়খণ্ড সরকারের কাছে সব মিলিয়ে ৩.৭১ লক্ষ টাকা পাওয়ার কথা সরিতার । কিন্তু সেই আর্থিক সাহায্য এখনও মেলেনি । অন্যান্য খেলোয়াড়রা এগিয়ে না এলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টেও নামতে পারতেন না তিনি, তাঁরাই সরিতার যাওয়ার জন্য টাকার বন্দোবস্ত করে দেন। টুর্নামেন্টে নামার জন্য জুতো কিনে দেন তাঁর কোচ মধুকান্ত পাঠক। এখন শুধুই অপেক্ষা করে রয়েছে সে সরকারি সহায়তার । তাঁকে বাঁচতে হবে তো ।