যাত্রীদের জন্য সুখবর, পুজোয় বাড়ছে মেট্রো সংখ্যা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 58 Second

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। পুজোর দিনগুলোতে নির্ধারিত সময়ের থেকে অধিক সময় পর্যন্ত চলবে মেট্রো (Kolkata Metro)৷ এখন শেষ মেট্রো রাত সাড়ে ৯টায় পাওয়া যায়৷ তবে পুজোর কয়েকটা দিন সারা রাত পরিষেবা না মিললেও রাতে শেষ মেট্রোর সময় পিছোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, পুজোর(Durgapujo) সময় মেট্রোয় চড়তে গেলে স্মার্ট কার্ড মাস্ট৷ টোকেন ব্যবস্থা থাকছে না৷ ভিড় সামাল দেওয়ার জন্য রেল পুলিশ এবং মেট্রো রেলওয়ে স্টাফ থাকবে৷ একই সঙ্গে যাত্রীদের দূরত্ববিধি বজায় রাখার কথাও বলা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

সূত্রের খবর অনুযায়ী, সপ্তমীর (Saptami) সকাল ১০টা থেকেই শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা৷ চলবে রাত ১১টা পর্যন্ত৷ অষ্টমী ও নবমীতেও কার্যকরী হবে একই নিয়ম। তবে দশমীতে সকাল ১০টা থেকে মেট্রো চলাচল শুরু হলেও শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়।

সপ্তমী থেকে নবমী (Nabami)- ওই তিন দিন আপ ডাউন মিলিয়ে ২০৪টি ট্রেন চালবে৷ প্রতি ট্রেনের মাঝে ব্যবধান থাকবে ৬ মিনিটের৷ ভিড় কমাতেই এই সিদ্ধান্ত৷ এর মধ্যে ১৭১টি ট্রেন চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে৷ দশমীর দিন ১৩৮টি রেক চলবে৷ এর মধ্যে ১৩৫টি চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুজোয় ইভটিজিং রুখতে নয়া উদ্যোগ চন্দননগর পুলিশের । এম ভারত নিউজ

পুজোর দিনগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে তৎপর হয়ে উঠছে পুলিশ প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর তৎপরতা। তারই একটি ছবি ফুটে উঠলো চন্দননগরে। সূত্রের খবর অনুযায়ী, পুজোর (Durga Pujo 2021) সময় অপরাধ ঠেকাতে একাধিক জায়গা থেকে লাইভ সিসি ক্যামেরায় নজরদারি চালাবে চন্দননগর পুলিশ (Chandannagar Police)। থাকছে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected