এবার কলকাতায় একধাক্কায় ৪ ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে তাপমাত্রার পারদ। নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝা সবকিছুর রেশ কাটিয়ে এবার শীতের পথে আর কোনো বাঁধা নেই বলেই জানাচ্ছে হাওয়া দপ্তর। গতকাল রাতে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এই সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত পড়বে। রাতে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামতে পারে শহরে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-র ঘরে নেমে যাবে পারদ। শুক্রবারের পর থেকেই রাজ্যে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যাবে বলে জানা গিয়েছে। কলকাতা এবং জেলাগুলিতে উত্তর-পশ্চিম দিক থেকে কনকনে শীতল হাওয়া বইতে শুরু করবে।
গোটা দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে। কলকাতা ও জেলাগুলিতে দিনের বেলায় থাকবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত থাকবে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। ইতিমধ্যে একটি নিম্নচাপের পূর্বাভাষ রয়েছে আরব সাগরে। তবে এর প্রভাব পড়বে কেরালা এবং কর্ণাটক উপকূলে। আন্দামানে এর প্রভাবে আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন