ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী দেবীর ১৬০ তম জন্মবার্ষিকীতে এক অনন্য ডুডলের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করল গুগল। বহু সংগ্রামের পরে একজন মহিলাডাক্তার হয়ে উঠতে পেরেছিলেন তিনি, সকলের জন্য হয়ে উঠেছিলেন এক অনন্য উদাহরণ, বহু মেয়েকে বাঁচাতে পেরেছিলেন স্ত্রীরোগ থেকে। আজকের এই ডুডুলে তাঁর প্রতিকৃতি পাশে কলকাতা মেডিকেল কলেজের একটি স্থাপত্যের চিত্র ব্যবহার করা হয়েছে ।এটি বেঙ্গালুরু-ভিত্তিক শিল্পী অদ্রিজা ডিজাইন করেছেন।প্রসঙ্গত উল্লেখ্য আনন্দী যোশীর পাশাপাশি ঔপনিবেশিক ভারতে কাদম্বিনী দেবী অন্যতম মহিলা ডাক্তার হয়েছিলেন। জানা যায় আনন্দে যোশী মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ওম্যানস মেডিকেল কলেজে পড়াশোনা করেছিলেন আর সেখানেই কাদম্বিনী গাঙ্গুলি পশ্চিমা ওষুধ বিষয়ক শিক্ষা গ্রহণ করেছিলেন কলকাতা মেডিকেল কলেজ থেকে।

১৮৬১ সালে ১৮ জুলাই এক ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, গাঙ্গুলি, চন্দ্রমুখী বসুর সঙ্গে কলকাতার বেথুন কলেজ থেকে ভারতের প্রথম মহিলা স্নাতক হন। ব্রাহ্ম সংস্কারক দ্বারকানাথ গাঙ্গুলির সঙ্গে তাঁর বিয়ের পরে, এই দম্পতি সেখানে পড়াশোনা করা মহিলাদের উপর সিএমসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঔপনিবেশিক সমাজের তীব্র সমালোচনা সত্ত্বেও কাদম্বিনী ১৮৬৪ সালের ২৩ শে জুন মেডিকেল কলেজে যোগদান করেছিলেন। ১৮৮৬ সালে তিনি মেডিকেল কলেজ অব বেঙ্গল কলকাতা থেকে ডিগ্রি লাভ করেন। আজও ভারতের বহু ছাত্র-ছাত্রী তাঁদের চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত পড়াশোনার শুরুতেই কাদম্বিনী দেবীকে স্মরণ করেন।