ডিএ-র আসরে রাজ্যপাল, এবার কি কাটবে জট? এম ভারত নিউজ

Mbharatuser

ডিএ-র দাবিতে শহিদ মিনারে ৪৫ দিন ধরে চলছে সরকারি কর্মীদের আন্দোলন, ৩১ দিন ধরে চলছে অনশন

0 0
Read Time:2 Minute, 59 Second

ডিএ জট কাটাতে এবার আসরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার প্রথমে একটি টুইট করে অনশনকারীদের আন্দোলন তোলার বার্তা দেন তিনি। এরপর রবিবার দেখা করেন বিক্ষোভকারীদের সঙ্গে। এদিন রাজভবনে যায় আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি দল। রাজ্যপালের সঙ্গে আধ ঘণ্টা কথা বলে বেরিয়ে যান তাঁরা। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও ত্রিপাক্ষিক বৈঠকের আবেদনও জানান তাঁরা। আন্দোলনকারীরা জানান, রাজ্যপাল তাঁদের দাবির সঙ্গে সহমত। রাজ্যপাল মধ্যস্থতা করে ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করবেন। একইসঙ্গে আন্দোলনকারীদের হুঁশিয়ারি সরকারের কাছ থেকে কোনও বার্তা না পর্যন্ত আন্দোলন-অনশন জারি থাকবে।

এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক আন্দোলনকারী বলেন, ‘৩১ দিন হয়ে গিয়েছে, সরকারের তরফে একজন মন্ত্রী-আমলা এসে অনশনকারীদের খোঁজ-খবর নেয়নি। আমরা সেইটাই বলেছি। আমরা সম্মানজনক শর্তে বিষয়টির নিষ্পত্তি চাই।’ রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিলেই অনশন-আন্দোলন তুলে নেওয়া হবে বলে স্পষ্ট করলেন ডিএ আন্দোলনকারীদের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ডিএ-র দাবিতে শহিদ মিনারে ৪৫ দিন ধরে চলছে সরকারি কর্মীদের আন্দোলন, ৩১ দিন ধরে চলছে অনশন। সেই অনশন তুলে নেওয়ার আবেদন করে গতকাল টুইট করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনে ডিএ আন্দোলন নিয়ে আলোচনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর শনিবার আন্দোলনকারীদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন তিনি। রাজ্যপালের বার্তা, দ্রুত আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানের রাস্তা বার করতে হবে। এর জন্য তিনি রাজ্য সরকারের কাছেও অনুরোধ জানান।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিস্মিত ইডি! কত টাকার সম্পত্তি রয়েছে শান্তনুর? এম ভারত নিউজ

একজন, দু'জন নয়! ২০০ জনেরও বেশি প্রাথমিক শিক্ষকের বদলির বিনিময়ে মোটা টাকা নিয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়

Subscribe US Now

error: Content Protected