জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে দিল্লির পথে রাজ্যপাল। এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 14 Second

আজ সকাল সকাল দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। জানা গেছে ইতিমধ্যে সকাল ১০:২০র বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি । মূলত মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে ভোট পরবর্তী পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির ব্যাপারে রিপোর্ট পেশ করা হয়েছে। পাশাপাশি সেই রিপোর্টে কলকাতায পুলিশসহ, রাজ্যের প্রশাসনিক মহলের ব্যাপারে তীব্র নিন্দা করা হয়েছে । জানা যাচ্ছে আজ এই রিপোর্ট নিয়ে পর্যালোচনা করতে, দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনকার।

প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচন ২০২১ এর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী প্রতিহিংসার ছবি উঠে এসেছে। যা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের তরফে একটি তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে । জানা যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে বিভিন্ন প্রান্তে পায়ে হেঁটে পৌঁছে গিয়েছিল সেকমিটির সদস্যরা, এবং সেখান থেকে বিভিন্ন তথ্য এবং প্রমাণ সংগ্রহ করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক বিভাগের অক্ষমতার কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী হিংসার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেছে বলে মনে করছেন তাঁরা ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সাঁতরাগাছিতে দুর্ঘটনা, রেলিং টোপকে জলে পড়ল লরি । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ।শনিবার সাতসকালে কলকাতা থেকে বোম্বে রোডের দিকে আসার পথে সাঁতরাগাছির ব্রিজের রেলিং টোপকে ঝিলের জলে পড়ে যায় একটি লরি। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে নিখোঁজ লরির চালক ও খালাসী। জানা যাচ্ছে মূলত নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায় লরিটি। পুলিশ সূত্রে জানা গেছে কলকাতা […]

Subscribe US Now

error: Content Protected