নিউটাউনে সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় কনভোকেশন অনুষ্ঠানে গিয়ে সিন্ডিকেট রাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর অভিযোগ, রাজ্যে ২ টি ইট এবং এক বস্তা সিমেন্ট কিনতে গেলেও নিজের ইচ্ছায় কিনতে পারবেন না। আপনাকে সিন্ডিকেট ধরে চলতে হবে। এটা কি চলছে রাজ্যে? প্রশ্ন তোলেন রাজ্যপাল। তাঁর কথায়, একটা সিন্ডিকেটের দেওয়া এক টুকরো কাগজ। সেই কাগজ দেখিয়ে গোটা রাজ্যে কাজ চলছে? এও কি সম্ভব? এরপরই সংবাদমাধ্যমকে পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনারা সব খবর দেখান। সরকারের ঠিক করা কিছু খবর নয়। সবার চোখ খুলে দিন।
এদিন রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল বলেন, সরকারি কর্মীদের নানাস্তরে নিরপেক্ষ থাকতে হবে। এটাই আমার নির্দেশ। রাজনীতি করা যাবে না। যদি রাজনীতি করেন, জেনে রাখুন, আপনি যতই নিজেকে চালাক ভাবুন, আপনার কাজের আগেই সেই কথা ঠিক জায়গায় পৌঁছে গেছে। এদিনের অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও।