দেশে নিম্নগামী করোনায় মৃতের সংখ্যা, এমনকি কমছে করোনায় আক্রান্তের সংখ্যাও। পাশাপাশি বেড়ে চলেছে সুস্থতার হার। গতকালের মত আজও করোনা সংক্রমনের গ্রাফ নিম্নগামী। করোনাকালীন দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছিল তৃতীয় ঢেউ । যদিও এখনও পর্যন্ত সে সম্ভাবনা থেকে বেরিয়ে আসতে পারেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর সেই কারণেই এখনও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে জারি করা হয়েছে আংশিক লকডাউন ,এবং নাইট কারফিউ। প্রসঙ্গত উল্লেখ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রকাশিত তথ্যে জানা গেছে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন, ৩৪ হাজার ৪৫৭ জন। যা অন্যান্য দিনের আক্রান্তের সংখ্যার তুলনায় অনেকটাই কম। সেদিকে এখনও পর্যন্ত সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হওয়ার ফলে মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এক দিনে মৃত্যু হয়েছিল ৫৪০ জনের।যা গতকালের তুলনায় অনেকটাই বেশি ছিল। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা আসার আগেই শিশুদের স্বাস্থ্য সচেতনতা বিষয় সুনিশ্চিত করতে যায় কেন্দ্র সরকার। আর সেই কারণেই ইতিমধ্যেই জাইডাস ক্যাডিলা নামক ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হল সরকারের তরফে। ড্রাগ রেগুলেটরের তরফ থেকে এক্সপার্ট কমিটিকে জরুরী ভিত্তিতে এই টিকাকে অনুমোদন দেওয়ার আবেদন জানানো হয়েছিল।