ইতিহাস তৈরি করেছে নীরজ শর্মা। আর সেই দিনটিকে সত্যিই ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখতে নয়া সিদ্ধান্ত নিল এএফআই। প্রতিবছর ৭ই আগস্ট দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য জাতীয় স্তরের জ্যাভলিন প্রতিযোগিতার ঘোষণা করল অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া । ভারতীয় ক্রীড়া অনুরাগীদের মনে এই দিনটিকে উজ্জ্বল করে রাখতেই এই সিদ্ধান্ত নিল এএফআই। মূলত ওই দিনেই টোকিও অলিম্পিক ২০২১ জ্যাভলিন থ্রো করে স্বর্ণ অর্জন করেছিলেন নীরজ চোপড়া। নীরজ তাঁর এই স্বর্ণপদকটি সর্বপ্রথম মিলখা সিং এবং পরবর্তীতে ভারতের জনগণের প্রতি উৎসর্গ করেছেন। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং। তাঁর মৃত্যুর পরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, মৃত্যুকালে তাঁর শেষ ইচ্ছা ছিল ভারতকে টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক অর্জন করতে দেখা। তবে তাঁর মৃত্যুর পরেও তাঁর স্বপ্ন পূরণ করতে পিছপা হননি নীরজ। অলিম্পিকে স্বর্ণ পদক অর্জন করেই ফিরেছেন ভারতে।

অলিম্পিকে নীরজ চোপড়ার স্বর্ণ পদক অর্জনের এই স্মৃতিকে গুরুত্ব দিয়ে অলইন্ডিয়া অ্যাথলেটিক ফেডারেশনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে । জানা যাচ্ছে ওই বিবৃতির মাধ্যমে আগামী বছরগুলোতে ৭ই আগস্ট,নির্দিষ্ট নিয়মে প্রতিযোগিতার ঘোষণা করা হয়। টোকিও অলিম্পিক ২০২১-এ ,৮৭.০৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিল নীরজের জ্যাভলিন। সেক্ষেত্রে আগামী দিনে এই স্মৃতিকে সামনে রেখেই, ভারতীয় জ্যাভলিন প্রতিযোগীদের উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া অ্যাথলেটিক ফেডারেশন।