ফুটবল বিশ্বকাপের দশম দিনের প্রথম ম্যাচে সেনেগালের কাছে ২-১ গোলে পরাজিত হয় ইকুয়েডর। দশম দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হয় কাতার। শেষ পর্যন্ত নেদারল্যান্ড কাতারকে ২-০ গোলে পরাজিত করে। তৃতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে পরাজিত হয় ইরান। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ওয়েলস।
একাদশ দিনের প্রথম ম্যাচে ভারতীয় সময় ৮ টা ৩০ মিনিটে মাঠে নামতে চলেছে ফ্রান্স। ফ্রান্সের মুখোমুখি হবে টিউনেশিয়া।

একাদশ দিনের দ্বিতীয় ম্যাচে ভারতীয় সময় ৮ টা ৩০ মিনিটে খেলতে নামতে চলেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক।

একাদশ দিনের তৃতীয় ম্যাচে ভারতীয় সময় ১২টা ৩০ মিনিটে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের মরণ বাঁচন ম্যাচে আজ আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে পোল্যান্ড।

একাদশ দিনের চতুর্থ ম্যাচে ভারতীয় সময় ১২টা ৩০ মিনিটে মাঠে নামতে চলেছে সৌদি আরব। সৌদি আরবের মুখোমুখি মেক্সিকো।

আরও পড়ুন