বাকস্বাধীনতা থাকা এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা প্রত্যেকটি সাধারণ মানুষের মৌলিক অধিকার বলেই মনে করেন গ্রেটা থুনবার্গ। সেক্ষেত্রে ব্যাঙ্গালোরের পরিবেশবিদ দিশা রবিকে আটক করায় তাঁর তীব্র প্রতিবাদ করেন এই সুইডিশ পরিবেশবিদ। শুধু তিনিই নয় পাশাপাশি বিভিন্ন দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিগণ এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন ,আবার আশ্বাস দিয়েছেন পাশে থাকার।

দিল্লিতে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে যে ভয়াবহ উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল তার সর্বোচ্চ সীমা অতিক্রম করে প্রজাতন্ত্র দিবসের দিনে। তবে এই আন্দোলন অনেক সুষ্ঠুভাবে এবং মার্জিত পদ্ধতিতে পরিচালনা করা হয়েছে বলে মনে করেন গ্রেটা থুনবার্গ। তাই প্রথম থেকেই দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার কথা তিনি জানিয়েছেন।
দিল্লি কৃষক আন্দোলনকে সমর্থন করে গ্রেটা থুনবার্গ নিজের টুইটের সঙ্গে একটি টুলকিট যুক্ত করেছিলেন, এর ফলে দিল্লি পুলিশের তরফ থেকে টুলকিট নির্মাণকারী সংস্থা ওপর এফ আই আর দায়ের করা হয়। পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় ব্যাঙ্গালুরুর পরিবেশবিদ দিশা রবিকে। দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল ‘টুলকিট’ যারা তৈরি করেছে তাঁরা নিজেদের পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশনের সদস্য বলে নিজেদের পরিচয় দেয়। যদিও দিল্লি পুলিশের সন্দেহ তারা খলিস্তানী গ্রুপের সদস্য।