মহাকাশ প্রেমীদের জন্য এক বিস্ময়কর ছবির সামনে তুলে ধরল মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। জানা যাচ্ছে দীপাবলি দিনেই নক্ষত্রখচিত মহাকাশের ছবি পোস্ট করে পৃথিবীবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানাল এই সংস্থা। টেলিস্কোপের মাধ্যমে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে মহাকাশে কয়েক লক্ষ নক্ষত্র নিজেদের মত করে আলোর উৎসবে মেতে উঠেছে। তারপরে সেই ছবি পোস্ট করে দীপাবলীর শুভেচ্ছা জানাতে দেখা গেল নাসাকে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায়শই মহাকাশচারী সংস্থা নাসার তরফে মহাকাশের এরকম না দেখা অনেক চিত্র তুলে ধরা হয়। ঠিক তেমনি নিজেদের ধারা অক্ষুণ্ন রেখে এবার দীপাবলীর দিনেও এক অভিনব সুন্দর ছবি তুলে ধরা হল দর্শকদের জন্য। মহাকাশ প্রেমি সমস্ত মানুষের কাছেই এই ছবিটি অপূর্ব সুন্দর এবং বিস্ময়কর বটে। উল্লেখ্য এই ছবিতে ,কালো আকাশের বুকে লক্ষ কোটি তারা নিজেদের মত করে আলোর উৎসবে মেতে উঠেছে। যেন অন্য এক দীপাবলি উদযাপিত হচ্ছে মহাশূন্যে। দীপাবলীর দিনে এত সুন্দর এক ছবি উপহার দেওয়ার জন্য নাসাকে ধন্যবাদ জানিয়েছেন সকল মহাকাশ প্রেমীরা।