ছেলের নামের সঙ্গে রাজপরিবারের পদবী রাখতে চাননা হ্যারি-মেগান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 29 Second

ব্রিটিশ রাজপরিবারের জন্ম নিয়েছেন প্রিন্স হ্যারি এবং মেগান মর্গানের সন্তান। তবে আগামী দিনে নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রিন্স হ্যারি । তিনি চান না তাঁর সন্তানের নামের সঙ্গে ব্যবহার করা হোক রাজপরিবারের পদবী। আর সেই কারণেই ইতিমধ্যেই নিজের পুত্র সন্তানের নাম থেকে পদবী প্রত্যাহার করেছেন তিনি। ২০১৯ এর ৬ মে ব্রিটেনের রাজপরিবারে জন্মগ্রহণ করেন আর্কি হ্যারিসন মাউন্টব্যাটেন ইউন্ডসর। সম্প্রতি এক সংবাদপত্রের মাধ্যমে জানা যায় ,সাসেক্সের ডিউক অ্যান্ড ডাচেস আর্চির জন্য আর্ল অফ ডাম্বার্টন পদবি প্রত্যাহার করেছেন।

যদিও এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে আর্চির বাবা এবং মা উভয়েই জানান তাঁর নামের মধ্যে থাকা এই ডাম্বার্টন শব্দটির জন্যই ভবিষ্যতে তাঁর জন্য কোন ভয়াবহ ডাকনাম অপেক্ষা করতে পারে। আর তা তাঁদের সন্তানের জীবনের এক প্রভাব ফেলবে বলেই আশঙ্কা করছেন তাঁরা। আর্চিকে ডাম্বার্টনের নাম নিয়ে আগামী দিনে ‘ডাম্ব’ (বোকা) বলে ডাকা হতে পারে, বলে কিছুটা সংকোচ বোধ করছেন তার বাবা-মা।

কিছুদিন আগেই প্রিন্স হ্যারি একটি ঘোষণার মাধ্যমে জানান ,তাঁদের পুত্র আর্চি কখনোই এই পরিবারের রাজপুত্র হতে পারবেন না। আর সেই কারণেই প্রয়োজনীয় নথি ইতিমধ্যেই পরিবর্তন করেছেন তিনি। তবে অপরদিকে ডাচেস অফ সাসেক্সের তরফে প্রকাশ করা তথ্য অনুসারে জানা যায়, যে আর্চিকে রাজকীয় উপাধি দেওয়া নিয়ে তাঁদের তরফ থেকে কোনো আপত্তি না থাকলেও ব্রিটিশ রাজপরিবার চান না প্রিন্স হ্যারির পুত্রসন্তানকে রাজকীয় পদক দেওয়া হোক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উত্তরপ্রদেশে বিজেপি হটাতে অস্ত্র মমতার 'খেলা হবে' । এম ভারত নিউজ

একুশের বঙ্গ বিধানসভার কুরুক্ষেত্রে কার্যতই ‘গেম চেঞ্জার’ হয়ে উঠেছিল “খেলা হবে” কথা দুটি। দেবাংশু ভট্টাচার্য প্রথম ব্যবহারের পর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মন্ডলের মত হেভিওয়েট নেতাদের মুখে মুখে ঘুরেছে এই খেলা হবে। এমনকি ডিজে গানও বানানো হয়েছিল বাংলায় যা দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে ইউটিউবে ছাড়িয়ে গেছিল কয়েক কোটি […]

Subscribe US Now

error: Content Protected