Read Time:1 Minute, 1 Second
প্রাগ ওপেনে নেমে শেষ আটে পৌঁছে গেলেন গ্র্যান্ড স্ল্যামে অংশগ্রহণকারী হরিয়ানার এই টেনিস প্লেয়ার সুমিত নাগাল। এই নিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেনে অংশ নিচ্ছেন তিনি । রাউন্ড অফ ১৬-র ম্যাচের ফল ৫-৭, ৭-৬(৪), ৬-৩। ২ ঘন্টা ২১ মিনিটের লড়াইয়ে কোয়ার্টারে থাকা নিশ্চিত হয় হরিয়ানার এই টেনিস তারকার । সিঙ্গলসের পাশাপাশি ডাবলসেও প্রতিদ্বন্দ্বীতা করছেন নাগাল। সিঙ্গলসের শেষ আটে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওয়ারিঙ্কার বিরুদ্ধে নাগালের লড়াই দেখতে মুখিয়ে ভারতের টেনিস অনুরাগীরা। ভারতবাসী এবার তাঁর দিকে তাকিয়ে ।
