Read Time:1 Minute, 10 Second
টিকা নিলে করোনা আক্রান্ত হলেও তার প্রভাব থাকে নিয়ন্ত্রিত। সংকটজনক পরিস্থিতির তৈরি হয় না এটাই ছিল বিশেষজ্ঞদের মত। তবে “টিকায় জব্দ করোনা” এই বাক্যে প্রশ্ন তুলে দিল কেরলের নতুন পরিসংখ্যান। কেরলের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছেন 40 হাজারের মানুষ টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন।

কেরলের করোনা ভাইরাসের প্রকৃতি বিশ্লেষণের জন্য করা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। সেজন্য আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পাঠাতে বলেছেন কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, টিকা নেওয়ার পর শরীরে তৈরি হয় রক্ষাকবচ। ভাইরাস নিজের চরিত্র বদলে মানব শরীরের সেই প্রতিরোধ ক্ষমতা ভাঙতে সক্ষম হলে আশঙ্কার যথেষ্ট কারণ থাকছে!