ফের উত্তপ্ত উপত্যকা! কাল রাত থেকেই সেনা এবং জঙ্গির গোলাগুলিতে উত্তপ্ত পুলওয়ামা। ইতিমধ্যেই দুই দলের গোলাগুলিতে নিহত হয়েছেন তিন জঙ্গি। সেনা সূত্রে খবর নিহত ৩ জঙ্গির মধ্যে একজন পাকিস্তানের সন্ত্রাসী দল লস্কর ই তৈবার কমান্ডার আইজাজ, যার আসল নাম আবু হুরাইরা। জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান চালানো হলে, উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। যার ফলে প্রাণ হারান এই তিন জঙ্গি। ৩ জঙ্গির মধ্যে বাকি দুই জঙ্গির পরিচয় সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আজ সকালে এই খবর জানিয়েছেন কাশ্মীরের পুলিশ ইনস্পেক্টর জেনারেল বিনয় কুমার।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, পুলওয়ামা শহরে গা ঢাকা দিয়ে রয়েছেন জঙ্গিরা। এমন খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতির আঁচ পাওয়ামাত্র গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পরবর্তীতে পাল্টা গুলি চালায় পুলিশ এবং পরবর্তীতে তা এনকাউন্টারের রূপ নেয়। অবশেষে মৃত্যু হয় ওই ৩ জঙ্গির। পাশাপাশি ওই এলাকায় আরও কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কিছু আগ্নেয়াস্ত্রসহ, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে কাশ্মীর পুলিশ। পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় সম্পর্কিত তথ্য নিয়ে তদন্ত চলছে।