Read Time:1 Minute, 5 Second
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী রবিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে তিনদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায় হলুদ সতর্কতাও জারি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই নিস্তার নেই। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গেও ভারী দুর্যোগের সতর্কতা রয়েছে। এছাড়াও আগামী দু’দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্র উপকূল, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
